ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

নতুন ইউটিউবারদের প্লাটফর্ম দেবে বাংলালিংক

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৩৩

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৩৩


নতুন ইউটিউবারদের প্লাটফর্ম তৈরি করে দিতে ‘বাংলালিংক নেক্সট টিউবার’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে দেশের মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক। প্রতিযোগিতার মাধ্যমে সেরা তিনজন ইউটিউবারকে বেছে নেয়া হবে। তারা পুরস্কার হিসেবে বিপুল পরিমান অর্থ ও আন্তর্জাতিক প্রশিক্ষণের সুযোগ পাবেন।
সোমবার রাজধানীর একটি হোটেলে এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলালিংক। এতে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাগাসিয়া, বাংলালিংকের হেড অব করপোরেট কমিউনিকেশনস আসিফ আহমেদ এবং বাংলালিংকের ই-অ্যাঙ্গেজমেন্ট মার্কেট (ডিজিটাল) এর প্রধান মুকিত আহমেদসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
এসময় সঞ্জয় ভাগাসিয়া বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান ভিডিও কনটেন্ট নির্মাতাদের বেছে নেয়া হবে। সুনিয়ন্ত্রিত নির্বাচন প্রক্রিয়া, অভিজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণের দিয়ে তরুণ ইউটিউবার তৈরি করা হবে। এদের মধ্যে যিনি প্রথম হবেন তাকে বাংলালিংকের ডিজিটাল অ্যাম্বাসেডর নির্বাচিত করার পাশাপাশি সিঙ্গাপুরে গুগলের হেড কোয়ার্টারে প্রশিক্ষণের সুযোগ দেয়া হবে।
মুকিত আহমেদ জানান, আজ থেকে এ প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে। আগামী দুই সপ্তাহ এর নিবন্ধন চলবে। যাদের ইউটিউব অ্যাকাউন্ট আছে তারা একটি ভিডিও আপলোডের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। তবে যেসব ইউটিউবারদের ৪০ হাজারের বেশি সাবস্ক্রাইবার আছে তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। নিবন্ধন শেষে সেরা ২০ জন বেছে নেয়া হবে। এদের মধ্যে একজনকে প্রথম হিসেবে নির্বাচিত করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: