ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেলেন ২৬ প্রবাসী

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৫০

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৫০


বাংলাদেশ ব্যাংক ২৬ প্রবাসী বাংলাদেশিকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড দিয়েছে। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অসামান্য অবদান এবং ব্যাংকিং চ্যানেলে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে উৎসাহিত করার লক্ষ্যে তাদের এই অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।
এছাড়া চারটি অনাবাসী বাংলাদেশি মালিকানাধীন এক্সচেঞ্জ হাউজ ও পাঁচটি সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী তফসিলি ব্যাংককেও এ সম্মাননা দেওয়া হয়। সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ও বন্ডে বিনিয়োগকারী ব্যক্তিদের মধ্যে ১৭ জন সংযুক্ত আরব আমিরাতে ও অপর ৯ জন যুক্তরাষ্ট্র, কুয়েত, জার্মানি, সিঙ্গাপুর, কাতার ও অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০১৬’ অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আমাদের বিদেশে যে দূতাবাসগুলো রয়েছে সেগুলোকে শ্রমআবাস ও বাণিজ্যাবাস হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের রেমিট্যান্সের প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। আশা করছি আগামীতে এই প্রবৃদ্ধি আরো বৃদ্ধি পাবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির বলেন, রেমিট্যান্স গত অর্থবছর থেকে কমে গিয়েছিল। তবে আশার বিষয় হলো গেল দুই মাসে (জুলাই-আগস্ট) এই রেমিট্যান্সের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমার আশা করছি এটা আমরা ধরে রাখতে পারব। হুন্ডি বা অন্যান্য পন্থায় টাকা পাঠালে তা দেশের ক্ষতি। তাই প্রবাসীদের হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার, বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীসহ বিভিন্ন এক্সচেঞ্জ হাউজের কর্মকর্তা ও এমডিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চলতি বছর এ অ্যাওয়ার্ড প্রদানের ক্ষেত্রকে প্রসারিত করা হয়েছে। ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তিদের ক্ষেত্রে দক্ষ পেশাজীবীর পাশাপাশি বিদেশে সাধারণ কাজ করছেন এমন ব্যক্তিদেরও মনোনীত করা হয়েছে। বিদেশে অবস্থিত অনিবাসী বাংলাদেশি মালিকানাধীন এক্সচেঞ্জ হাউজ এবং সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী তফসিলি ব্যাংককেও অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যাওয়ার্ড প্রদান তালিকায়।



আপনার মূল্যবান মতামত দিন: