ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে যুব নাট্য উৎসব

ডেক্সবার্তা | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৩৪

ডেক্সবার্তা
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৩৪


রাজধানীতে শুরু হচ্ছে যুব নাট্য উৎসব। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে এ উৎসব। বাংলাদেশ শিল্পকলা একডেমির জাতীয় নাট্যশালা, স্টুডিও থিয়েটার হল এবং জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন হলে ছয় দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। শিল্পকলা একাডেমির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
উৎসবে সারাদেশের প্রায় ৯টি বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং ১৮টি যুব নাট্যদল অংশগ্রহণ করবে। উৎসবে নাট্য প্রদর্শনীর পাশাপাশি কর্মশালা, ক্লাউন শো, থিয়েটার গেমস্, পারফর্মেন্স আর্ট, ইলাস্ট্রেশন আর্ট, সংবাদপত্রের সংবাদভিত্তিক (ইম্প্রোভাইজ) নাটকসহ ১ অক্টোবর ‘যুব সাংস্কৃতিক কংগ্রেস’ এর আয়োজন করা হয়েছে।
গত ২৭ বছর যাবত পিপলস থিয়েটার এসোসিয়েশন শিশু-কিশোর ও যুবনাট্য আন্দোলন এ উৎসব পরিচালনা করে আসছে। বর্তমানে সারাদেশের ২৬২টি শিশু-কিশোর ও যুবনাট্য সংগঠন এই এসোসিয়েশনের অর্ন্তভ’ক্ত। ১৯৯৫ সাল থেকে জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসব ও যুব নাট্যোৎসব এ আয়োজন শুরু করে।
এবারের উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে নাট্য প্রদর্শনী শুরু হবে। ৩০ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালায় ১টি নাটক মঞ্চস্থ হবে এবং প্রতিদিন স্টুডিও থিয়েটার হল ও জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ৫টি করে নাটক প্রদর্শিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: