
পর পর গত দুই মেয়াদে (চার বছর) ভোট না হলেও দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) ২০২৩-২৫ মেয়াদের জন্য পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে আজই ফলাফল ঘোষণা করা হবে। তারপর ২ আগস্ট সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি এবং ছয় সহসভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় আগেই সভাপতি হিসেবে জয় নিশ্চিত করেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মো. মাহবুবুল আলম। আর চেম্বার গ্রুপের সমঝোতা হওয়ায় শুধু অ্যাসোশিয়েশন গ্রুপে ২৩ পদে লড়ছেন ৪৯ জন প্রার্থী। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী তিনজন। এফবিসিসিআই নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান নির্বাচন কমিশনার এ মতিন চৌধুরী বলেন, ‘আমরা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কাজ করছি।
এ জন্য আমাদের লিখিত রেজল্যুশন রয়েছে। সেই অনুসারেই কাজ করছি। এখন পর্যন্ত কোনো সদস্য থেকে নির্বাচন নিয়ে কোনো অভিযোগ আসেনি।’
আপনার মূল্যবান মতামত দিন: