odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

তানোরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ধোধন

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২১ August ২০২৩ ০০:৩৩

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২১ August ২০২৩ ০০:৩৩

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (২০  আগস্ট) দুপুরের দিকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল জুম প্লাটফরমের মাধ্যমে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভাবনের শুভ উদ্ধোধন করেন।

উদ্ধোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি ও (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবিদা সিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, টিএইচও বার্নাবাস হাসদাক, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব শেখ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: সুমন মিয়া প্রমুখ।

উদ্ধোধন শেষে উপস্থিত উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের রজনী গন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথি বৃন্দু। এসময় মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: