ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সেপ্টেম্বরে বেড়েছে রপ্তানি আয়

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩ ০৯:৫২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩ ০৯:৫২

প্রবাস আয়ের প্রধান দুটি খাতের একটিতে খারাপ সংবাদ এলেও আরেকটিতে এসেছে ভালো খবর। গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছে সেপ্টেম্বরে।

অপরদিকে রপ্তানি আয়ে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) প্রবৃদ্ধি হয়েছে ৯.৫১ শতাংশ। অবশ্য এক মাস ধরলে শুধু সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে গত বছরের অক্টোবরের চেয়ে ১০.৩৭ শতাংশ।

গতকাল রবিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রকাশিত রপ্তানি হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। সদ্যঃসমাপ্ত সেপ্টেম্বর মাসে দেশের রপ্তানি আয় হয়েছে ৪৩১ কোটি মার্কিন ডলার। এ আয় গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ১০.৩৭ শতাংশ বেশি। সার্বিকভাবে পণ্য রপ্তানি আয় ইতিবাচক ধারায় থাকলেও তৈরি পোশাক ছাড়া বড় সব খাতেই রপ্তানি কমে গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: