odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 27th December 2025, ২৭th December ২০২৫

আগামী সপ্তাহের মধ্যে তেল-চিনির নতুন দাম নির্ধারণ করা হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ February ২০২৪ ১৮:০৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ February ২০২৪ ১৮:০৫

শুল্ক কমায় আগামী সপ্তাহের মধ্যে চিনি ও ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তেল-চিনির মূল্য নির্ধারণ নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, তেল ও চিনির মূল্য আমাদের ট্যারিফ কমিশন নির্ধারণ করে দেয়। আমরা দ্রুততম সময়ের মধ্যে আমদানিকারক এবং উৎপাদনকারীদের সঙ্গে বসে যৌক্তিক পর্যায়ে নতুন শুল্কের প্রভাব অনুযায়ী দাম নির্ধারণ করে দেব।

তিনি বলেন, রমজান উপলক্ষে সেই দামে বিক্রি হবে। আমরা এনবিআরের সঙ্গে কথা বলব। উৎপাদক যারা আছে তারা কবে পণ্য আনছে সে হিসাব করে আগামী সপ্তাহের মধ্যে বসে নতুন শুল্কের হিসাব অনুযায়ী মূল্য নির্ধারণ করে দেব।



আপনার মূল্যবান মতামত দিন: