
হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি) :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা বলেছেন, এখন আর মঙ্গা নেই, মঙ্গা নামের শব্দটি এখন ইতিহাস। ত্রাণসামগ্রী যাতে সুষ্ঠভাবে ব্যবহার করা হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্থ মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের সভাপতিত্বে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার, ইউএনডিপি’র প্রজেক্ট ম্যানেজমেন্ট এ্যাডভাইজার অরধেন্দু শেখর রায় ও ইউএনডিপি প্রতিনিধি আরিফ আব্দুল্লাহ খাঁন।
এ সময় আরও বক্তব্য রাখেন, প্রাকটিক্যাল এ্যাকশন’র সিনিয়র স্পেশালিস্ট আনোয়ারুল আলম, দুর্গাপুর ইউনিয়নের উপকারভোগি শফিকুল ইসলাম ও মমেনা বেগম। এসময় এসকেএস ফাউন্ডেশনের সহকারী পরিচালক খন্দকার জাহিদ সারোয়ার সোহেল, জেলা স্কাউট সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাপ্টিবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল আলম। প্রসঙ্গত, ইউএনডি’র সহযোগিতায় ও প্রাকটিক্যাল এ্যাকশন ও এসকেএস এর ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্থ ১৫০টি পরিবারের মাঝে ২ বান্ডিল করে ঢেউটিন, একটি ট্র্যাংক, ২টি ঢাকনাসহ পাতিল, ১টি স্কুল ব্যাগ, ১টি মশারী, ২টি কম্বল, ১টি হাত করাত, ২টি বালিশ কভারসহ ও ১টি বিছানার চাদর দেয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: