ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন প্রকল্প,৯৬ কোটি টাকা পরামর্শক খাতে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৮ ০০:৩২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৮ ০০:৩২

নিজস্ব প্রতিবেদকঃ সরাসরি বগুড়া হতে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন রেললাইন প্রকল্প দ্রুত পাস করা হোক এটি উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবীকে বাস্থবায়নের লক্ষে ৯৬ কোটি টাকা পরামর্শক খাতে। কারণ হলো পরামর্শক ও অন্যান্য ব্যয়ের কারনে বাংলাদেশে কিলোমিটারপ্রতি, রেলপথ নির্মাণ ব্যয়, বিশ্বের অন্য দেশের চেয়ে অনেক বেশি।

কারন পরামর্শকই নিয়ে যায় প্রকল্পের একটা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ। বগুড়া থেকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণে প্রতি দেড় কিলোমিটারে একজন করে পরামর্শক নিয়োগের প্রস্তাব করা হয়েছে।


মন্ত্রণালয়ের দেয়া প্রকল্প-প্রস্তাবনা থেকে এ তথ্য জানা গেছে শুধু লাইন নির্মাণে কিলোমিটারপ্রতি ব্যয় হবে ২৮ কোটি ৪৬ লাখ টাকা। আর ৬১ জন পরামর্শকের জন্য ব্যয় হবে প্রায় ৯৬ কোটি টাকা।



আপনার মূল্যবান মতামত দিন: