
আমাদের অধিকারপাত্র ডটকম: বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দর বৃদ্ধির কথা জানানো হয়।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৫২ হাজার ২৫৪ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ ৪৯ হাজার ৯২২ টাকা ও ১৮ ক্যারেট স্বর্ণ ৪৪ হাজার ৬৭৩ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ২৭ হাজার ৪১০ টাকায়।
বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন শুক্রবার থেকে নতুন এ দর কার্যকর করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: