odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ January ২০১৮ ২১:০৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ January ২০১৮ ২১:০৬

অনলাইন ডেস্ক: সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক।

শুক্রবার ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল মিডিয়া ও সাংবাদিকতার ওপর উচ্চশিক্ষার জন্য, পরবর্তী পাঁচ বছরের জন্য নিজেদের শেয়ারের দশ লাখ মার্কিন ডলার শিক্ষার্থীদের জন্য ব্যয় করবে ফেসবুক।  

ফেসবুক আরও বলে, পরবর্তী প্রজন্মের সাংবাদিকদের সহযোগিতায় দ্য ফেসবুক জার্নালিজম প্রোজেক্ট প্রতিশ্রুতিবদ্ধ।

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ গত বছর তার চাকরির বা আয়ের বেশির ভাগ অংশ সমাজের কল্যাণে বিশেষ করে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ব্যয়ের ঘোষণা দেন। এই ধারাবাহিকতায় এ উদ্যোগ নিয়েছে ফেসবুক।



আপনার মূল্যবান মতামত দিন: