
হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি): লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় মৃত বীমা কারী রব্বানীর ২লক্ষ টাকার চেক হস্তান্তর করেছে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কম্পানী।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের হাতীবান্ধা অফিসে মৃত বীমা কারী রব্বানীর স্ত্রী রোমেনা বেগমের হাতে এ চেক তুলে দেওয়া হয়।
হাতীবান্ধা উপজেলা কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে চেক প্রদান অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কম্পানীর এএমডি আলহাজ্ব জাহাঙ্গীর আলম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কম্পানীর সিনিয়র জিএম এনায়েত উল্লাহ স্বপন, রংপুর ও রাজশাহী বিভাগের জিএম এটিএম মতিউর রহমান, লালমনিরহাট জেলা ডিজিএম সাগর সরদার ও হাতীবান্ধা উপজেলা এজিএম সেলিম উদ্দিন সুমন।
আপনার মূল্যবান মতামত দিন: