ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

শেখ হাসিনার একক উদ্যোগেই পদ্মা সেতুর সাফল্য দৃশ্যমান : ভূমিমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০৩

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক উদ্যোগে পদ্মা সেতুর সাফল্য দৃশ্যমান।


তিনি বলেন, আওয়ামী লীগ সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। পদ্মা সেতু নির্মাণের মধ্যদিয়েই তা প্রমাণ হয়েছে।


বিদেশী সহযোগিতা ছাড়াও বাঙালি জাতি এতো বিশাল ব্যয়বহুল সেতু নির্মাণ করতে পারে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন ।


তিনি আজ পাবনা জেলার আটঘরিয়া উপজেলার সুজাপুর কদমতলী হাট সংলগ্ন রত্নাই (চিকনাই) নদীর ওপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।


৩১৭ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থ এ সেতু নির্মাণে ৫ কোটি ৬ লাখ টাকা ব্যয় হবে।


আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার আকরাম আলীর সভাপতিত্বে এ সময় আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বশির আহমেদ বকুল, সাধারণ সম্পাদক আ. গফুর মিয়া, একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার প্রমুখ বক্তব্য রাখেন।-খবর বাসসের 



আপনার মূল্যবান মতামত দিন: