odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

নওগাঁয় মঙ্গলবার থেকে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ February ২০১৮ ১৭:৪১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ February ২০১৮ ১৭:৪১

জেলায় ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা’১৮।

মঙ্গলবার বেলা ১১টায় পিটিআই মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয় ঢাকা’র এটুআই প্রোগ্রামের মহাপরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।


ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার নিমিত্তে আয়োজিত ৩ দিনব্যাপী এ মেলার দ্বিতীয় দিন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর গল্প বলা, কুইজ প্রতিযোগিতা ও ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার এবং শেষ দিনে থাকছে আমার চোখে ডিজিটাল বাংলাদেশ শীর্ষক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান। এ ছাড়াও মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।


সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য মোঃ আব্দুল মালেক। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।


অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান জানিয়েছেন, মেলায় পাঁচটি প্যাভিলিয়নের আওতায় মোট ৫৫টি স্টল অংশ নেবে।

এর মধ্যে ১নং প্যাভিলিয়নের আওতায় ই-সেবা সমুহ, ২নং প্যাভিলিয়নের আওতায় ডিজিটাল সেন্টার, ব্যাংক ও ফিনান্সিয়াল প্রতিষ্ঠান সমূহ, ৩নং প্যাভিলিয়নের আওতায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জেলা ব্র্যান্ডিং, ৪নং প্যাভিলিয়নের আওতায় শিক্ষা এবং ৫নং প্যাভিলিয়নের আওতায় তরুণ উদ্ভাবকদের স্টল সমূহ প্রদর্শিত হবে।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: