odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 29th October 2025, ২৯th October ২০২৫

ভারত থেকে আমদানিকৃত ১১ হাজার মেট্রিক টন চাল খালাস শুরু

odhikarpatra | প্রকাশিত: ১৪ February ২০২৫ ২৩:৩৫

odhikarpatra
প্রকাশিত: ১৪ February ২০২৫ ২৩:৩৫

চট্টগ্রাম বন্দরের সাইলো সংলগ্ন গমের জেটিতে ভারত থেকে আমদানিকৃত ১১ হাজার মেট্রিক টন সিদ্ধ চালের খালাস শুরু হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের এটি চতুর্থ চালান।

শুক্রবার বিকেল ৪টা থেকে চাল খালাসের কাজ শুরু হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জ্ঞান প্রিয় বিদূর্শী চাকমা।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পানামার পতাকাবাহী জাহাজ ‘এইচটি ইউনিট’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। আজ সকাল ১১টার দিকে সাইলো সংলগ্ন গম খালাসের জেটিতে ভিড়েছে।

এর আগে পানামার পতাকাবাহী জাহাজটি ভারতের ওড়িশা রাজ্যের ধামরা বন্দর থেকে এসব চাল লোড করে রওনা হয়। উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে বাকি আরো ৩৯ হাজার টন চাল পরে আসবে।

চট্টগ্রাম অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-নিয়ন্ত্রক মোহাম্মদ নাছির উদ্দিন জানান, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল নিয়ে আসা জাহাজটি আজ সকালে সাইলো সংলগ্ন গম খালাসের জেটিতে ভিড়েছে।

এর আগে জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষ হয়েছে। বিকেল চারটার দিকে খালাস শুরু হয়। সবকিছু ঠিকটাক থাকলে খালাস শেষ হতে চার দিনের মত সময় লাগতে পারে বলে তিনি জানান।

এর আগে, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমাদানি করা ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল নিয়ে গেল বছরের ২৫ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের আসে জাহাজ ‘এমভি তানাইস ড্রিম’। এটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানি করা প্রথম চালের জাহাজ। এরপর ২৭ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে ১২ জানুয়ারি পানামার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘এমভি এসডিআর ইউনিভার্স’ জাহাজটিতে আসে দ্বিতীয় চালান। সবশেষ গত ২৮ জানুয়ারি ১৪ হাজার মেট্রিক টন চাল নিয়ে ভারত থেকে তৃতীয়বারের মতো আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে।



আপনার মূল্যবান মতামত দিন: