odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫
তার নিজের একাধিক ব্যবসা রয়েছে। কিছু দিন আগেই তিনি চালু করেছিলেন তার মেকআপ ব্র্যান্ড।এবার ভক্তদের সঙ্গে আরও বেশি যুক্ত থাকতে নিয়ে আসছেন নিজের অ্যাপ।

অভিনেত্রী পরিচয়ের বাইরে সানি একজন ব্যবসায়ীও

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ March ২০১৮ ২২:৩৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ March ২০১৮ ২২:৩৬

হালের অন্যতম বলিউড অভিনেত্রী সানি লিওন। আইটেম গার্ল হিসেবে তিনি যেমন অপ্রতিদ্বন্দ্বী, তেমনি অভিনেত্রী হিসেবেও দর্শকের মনে শিহরণ জাগাতে পটু। অভিনেত্রী পরিচয়ের বাইরে সানি একজন ব্যবসায়ীও। তার নিজের একাধিক ব্যবসা রয়েছে। কিছু দিন আগেই তিনি চালু করেছিলেন তার মেকআপ ব্র্যান্ড।

এবার ভক্তদের সঙ্গে আরও বেশি যুক্ত থাকতে নিয়ে আসছেন নিজের অ্যাপ। এই অ্যাপের বিষয়টি সানি আগেও জানিয়েছিলেন। এরই মধ্যে বেশ খানিকটা কাজ এগিয়ে নিয়েছেন তিনি। শিগগিরই অ্যাপটি বাজারে উন্মুক্ত করবেন বলে ভারতীয় গণমাধ্যমের দাবি।

এই অ্যাপের মাধ্যমে সানি লিওন বিভিন্ন মেকআপ টিপস দেবেন। এছাড়া ভক্তরা তাকে সরাসরি বিভিন্ন প্রশ্ন করতে পারবেন এবং তিনি সেই প্রশ্নের উত্তর দেবেন। যার ফলে সানির সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন ভক্তরা। তবে এটার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: