ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

odhikarpatra | প্রকাশিত: ২৯ September ২০২৫ ২২:১০

odhikarpatra
প্রকাশিত: ২৯ September ২০২৫ ২২:১০

 

অধিকার পত্র ডেস্ক:
পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর হয়ে লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন মাদারীপুরের এক যুবক। নিহত যুবকের নাম ফয়সাল মোড়ল (২২)। তিনি মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামের বাসিন্দা।

দুবাই যাওয়ার কথা বলে দেশ ছাড়েন ফয়সাল

পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে হিজামা সেন্টারে চাকরির কথা বলে দুবাই যাওয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন ফয়সাল। কিন্তু পরবর্তীতে তিনি পাকিস্তানে গিয়ে টিটিপির সঙ্গে যুক্ত হন। সর্বশেষ কোরবানির ঈদের আগে পরিবারের সঙ্গে তার কথা হয়েছিল। এরপর থেকে কোনো যোগাযোগ আর ছিল না।

পাকিস্তানি সেনাদের অভিযানে নিহত

গত ২৬ সেপ্টেম্বর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ জন টিটিপি সদস্য নিহত হন। পাকিস্তানি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ফয়সালের লাশ দেখে তার পরিবার নিশ্চিত হয় যে তিনিও নিহতদের মধ্যে রয়েছেন।

পরিবারের শোক ও দাবি

ফয়সালের মা চায়না বেগম বলেন,

“আমার ছেলেকে যারা ভুল পথে নিয়েছে এবং শেষ পর্যন্ত মেরেছে, তাদের বিচার চাই। আর আমি চাই, আমার ছেলের মরদেহ যেন সরকার দেশে ফিরিয়ে আনে।”

পরিবারের অভিযোগ, প্রলোভন দেখিয়ে ফয়সালকে জঙ্গি সংগঠনে যুক্ত করা হয়েছিল। তারা মরদেহ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পুলিশের বক্তব্য

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান,

“পরিবার চাইলে নিহত ফয়সালের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে আমরা সহযোগিতা করব। একই সঙ্গে কেউ যেন এ ধরনের নিষিদ্ধ সংগঠনে আর যুক্ত হতে না পারে সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।”



আপনার মূল্যবান মতামত দিন: