ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫ : নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় রোববার ভোররাতে এক পুরুষ ডাব পাড়ার সময় গাছ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তি হলেন আসলাম হোসেন (৪৫), পারিচা গ্রামের মোলায়েমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসলাম হোসেন আক্কেলপুর মধ্য পাড়া (মণ্ডল পাড়া) গ্রামে মুসা নামের এক ব্যক্তির পুকুরপাড়ে ডাব পাড়ছিলেন। হঠাৎ গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা লাশ ও পাশে থাকা ডাবসহ বিষয়টি দেখে পুলিশকে জানায়। বদলগাছী থানা পুলিশ লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সর্তকতা না ব্যবহার করে গাছে ওঠার কারণে এই দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মূল্যবান মতামত দিন: