ঢাকা প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
২৫ নভেম্বর ২০২৫
আন্তর্জাতিক নৌ সংস্থা (আইএমও)-এর ৩৪তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ অবস্থান থেকে বক্তব্য রাখলেন নৌপরিবহন ও শ্রম–কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। লন্ডনে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি বাংলাদেশের নৌপরিবহন খাতে সাম্প্রতিক সাফল্য, উন্নয়ন এবং শিপ রিসাইক্লিং–শিপ বিল্ডিং খাতের দৃশ্যমান অগ্রগতি তুলে ধরেন।
৪০ সদস্যের কাউন্সিল—‘সি’ ক্যাটাগরিতে প্রার্থী বাংলাদেশ
এবারের অধিবেশনের মূল বিষয় ২০২৬–২৭ মেয়াদের কাউন্সিল নির্বাচন। সেখানে ‘সি’ ক্যাটাগরির সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। উপদেষ্টা উপস্থিত ১৭৫ দেশের প্রতিনিধিদের বাংলাদেশকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নৌ প্রশিক্ষণ, শিপ রিসাইক্লিং ও বন্দর আধুনিকায়নে বাংলাদেশের সাফল্য
উপদেষ্টা তার বক্তব্যে জানান—
- বাংলাদেশ এখন উদীয়মান মেরিটাইম জাতি,
- শিপ রিসাইক্লিং এবং শিপ বিল্ডিংয়ে ধারাবাহিক উন্নতি,
- বিশ্বমানের নৌ প্রশিক্ষণের স্বীকৃতি,
- উপকূলীয় অর্থনীতি থেকে ব্লু ইকোনমি কেন্দ্রিক উন্নয়নে অগ্রযাত্রা।
তিনি আরও বলেন, বাংলাদেশের ২১ হাজারের বেশি নাবিক বিশ্বের বিভিন্ন বহরে কাজ করে দেশের সুনাম বৃদ্ধি করছেন।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর হবে অঞ্চলের নতুন গেটওয়ে
উপদেষ্টা তার বক্তব্যে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের আধুনিকায়ন এবং দ্রুত ডিজিটালাইজেশনের চিত্র তুলে ধরেন। বিশেষভাবে নির্মাণাধীন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর দক্ষিণ এশিয়াকে বৈশ্বিক বাণিজ্যের সরাসরি রুটে যুক্ত করবে বলে উল্লেখ করেন।
দ্বীপরাষ্ট্র ও উন্নয়নশীল দেশের নাবিকদের জন্য বৃত্তি
বাংলাদেশ প্রতিবছর বিভিন্ন দেশের নাবিকদের জন্য ১০টি আন্তর্জাতিক বৃত্তি প্রদান করছে—এ তথ্যও তিনি শোনান প্রতিনিধিদের।
পাকিস্তান ও বেলিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক
অধিবেশনের ফাঁকে তিনি—
- পাকিস্তানের মেরিটাইম মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম–করাচি বাণিজ্য সম্প্রসারণ
- বেলিজের মন্ত্রী মিশেল চেবাটের সঙ্গে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ ও মানবসম্পদ উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উভয় দেশের মন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশের প্রার্থিতা উপস্থাপনে জোর প্রচারণা
সারা অধিবেশনজুড়ে বিভিন্ন সাইড ইভেন্ট, নেটওয়ার্কিং ও আলোচনা সেশনে সক্রিয়ভাবে বাংলাদেশের ইতিবাচক ভূমিকা তুলে ধরা হচ্ছে।

আপনার মূল্যবান মতামত দিন: