odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

বলিউড সুপারস্টার সালমান খানকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছে।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ April ২০১৮ ২০:২০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ April ২০১৮ ২০:২০

 

যোধপুর (ভারত), ৫ এপ্রিল, ২০১৮  ভারতে বিপন্ন প্রজাতির হরিণ হত্যার দায়ে আদালত বৃহস্পতিবার বলিউড সুপারস্টার সালমান খানকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছে।
সরকারি পক্ষের কৌঁসুলি মহীপাল বিষ্ণু আদালতের সামনে সাংবাদিকদের বলেন, আদালত সালমান খানকে পাঁচ বছরের কারাদন্ড এবং ১০ হাজার রুপি জরিমানা করেছে।
তিনি আরো জানান, সালমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে। ৫২ বছর বয়সী এ অভিনেতাকে যোধপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।
এর আগে ১৯৯৮ সালে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার জন্য রাজস্থান রাজ্যের একটি আদালত ভারতীয় চলচ্চিত্র শিল্পের সবচেয়ে নির্ভরযোগ্য তারকা সালমানকে দোষী সাব্যস্ত করে।
বন্যা প্রাণী সংরক্ষণ আইনের ৯ (৫১) ধারায় সালমানকে দোষী সাব্যস্ত করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: