odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

এফডিসির ৮ নম্বর ভবন অতিরিক্ত মদপান করে প্রোডাকশন ম্যানেজারের মৃত্যু

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ August ২০১৮ ১০:৩১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ August ২০১৮ ১০:৩১

অতিরিক্ত মদপান করে এফডিসির ৮ নম্বর ভবন থেকে নিচে পড়ে আবু সিদ্দিক (৫০) নামে এক প্রোডাকশন ম্যানেজারের মৃত্যু হয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এফডিসিতে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

আবু সিদ্দিকের স্ত্রী কাজলসহ কয়েকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার নিকট জন জানান, এফডিসির ভিতরে ৮ নম্বর ভবনে বসে কয়েকজন বসে মদ পান করছিল, সেখানে ২য় তলার কার্নিস দিয়ে আবু সিদ্দিক নিচে পরে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবু সিদ্দিক শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কার্তিকপুর গ্রামের মৃত সুলতান ব্যাপারীর ছেলে। সে কলাবাগান থানার ২৪৭/১ কাঠালবাগান এলাকায় পরিবার নিয়ে থাকতো।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক মো. বাবুল মিয়া বলেন, লাশটি ময়নাতদন্তের জন্যে ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে



আপনার মূল্যবান মতামত দিন: