odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 27th December 2025, ২৭th December ২০২৫

`আমার সঙ্গে’ আবার কাজ কোরো

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ October ২০১৮ ২৩:৪০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ October ২০১৮ ২৩:৪০

‘কুছ কুছ হোতা হ্যায়’ পার করল ২০ বছর। এই উপলক্ষ্যে মুম্বাইয়ে উদযাপনের আয়োজন করেছিলেন পরিচালক করণ জোহর। সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, কাজল, রানি মুখার্জি, কারিনা কাপুর খান, অভিষেক বচ্চন, টুইঙ্কল খান্না, বরুণ ধাওয়ান সহ আরও অনেকে। এই ছবির আর এক অভিনেতা সলমান খান এই সেলিব্রেশনে উপস্থিত ছিলেন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে। তিনি করণকে বললেন, কোনওদিন আমার সঙ্গে আবার কাজ কোরো।

 

করণ নাকি অনেক অভিনেতাকেই ‘অমন মেহতা’ র চরিত্র করার জন্য বলেছিলেন। অবশেষে সালমান রাজি হন এই চরিত্রটিকে করতে। সালমানের বোন আলভিরার সঙ্গে কথা বলেন করণ। বলেন যে, একটা ছোটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য ওঁর একজন স্টারকে দরকার। তবে কোনও তারকা সেই সময়ে রাজি হচ্ছিলেন না কাজটা করতে। আলভিরাই সালমানকে বলেন, ‘ছেলেটি ভালো। এটা ওঁর প্রথম ছবি। তোমার ওঁকে সাহায্য করা উচিত।’

 

সালমান আরও বলেন যে, আমি মুগ্ধ হয়ে গেছিলাম করণের লেখার ক্ষমতা দেখে। ও কী করতে চায় সেটা ওর কাছে পরিষ্কার ছিল।” এই ছবি সব নতুন পরিচালকদের অনুপ্রেরণা হয়ে উঠুক, এটাই চান সালমান।

 

সবশেষে, করণ আর শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে সালমান ইচ্ছে প্রকাশ করেন করণের সঙ্গে আবার কাজ করার।



আপনার মূল্যবান মতামত দিন: