ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ডিসি ও এসপি নড়াইলের প্রতিটা নাগরিককে ট্রাফিক আইন মেনে চলার আহব্বান জানান

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮ ২২:১৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮ ২২:১৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: আজ-সোমবার(২২,অক্টোবর) প্রতিটা নাগরিককে ট্রাফিক আইন মেনে চলার আহব্বান জানিয়েছেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা বেগম ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।

বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, ২২ অক্টোবর (সোমবার) সকালে নিরাপদ সড়ক চাই দিবসের র‌্যালী শেষে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন।

এসময় আরও বলেন, প্রতিটা বাস, ট্রাক, মটরসাইকেল চালককে রাস্তায় বের হওয়ার আগে গাড়ির লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে বের হতে হবে। এসময় সকল মটরসাইকেল চালককে হেলমেট মাথায় দিয়ে রাস্তায় বের হওয়ার পরামর্শ দেন।এর আগে“ আইন মেনে চলবা, নিরাপদ সড়ক গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ যশোর সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) কাজী মাহাবুবুর রশিদ, গণমাধ্যমকর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বিডি খবর’র সম্পাদক ও প্রকাসক লিটন,দত সহিদুল ইসলাম শাহী, সাংগঠনিক সম্পাদক আকতার মোল্যা (বাগডাঙ্গা), বুলু দাস, ইমরান হোসেন সেখ, পৈার কমিশনার মাহাবুব রহমান, সাইফুল ইসলাম বাবু, সাজাদ হোসেন তুহিন, প্রমুখ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্যবৃন্দ,ও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষবিভিন্ন শ্রেনীপেশার মানুষ।



আপনার মূল্যবান মতামত দিন: