ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ভিডিও কমফারেন্সে নড়াইলের তিনটি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন-প্রধানমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮ ২২:৩০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮ ২২:৩০

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: আজ-(২২,অক্টোবর) নড়াইলের তিনটি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন ভিডিও কমফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ছেলে মেয়েদের লেখাপড়া করার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা করার আহব্বান জানিয়েছেন নড়াইলের ডিসি আনজুমান আরা বেগম।

 বেলা ১১টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় অভিবাবকদের উদ্দেস্যে তিনি বলেন, ছেলে ময়েদের শুধু লেখাপড়া করার জন্য চাপ দিলে হবেনা।

তাদেরকে লেখাপড়া করার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা করার সময়ও দিতে হবে। এসময় গনভবন থেকে সরাসরি ভিডিও কমফারেন্সের মাধ্যমে নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার তিনটি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক মো: মনিরুজ্জামান, অতিরিক্ত ডিসি (সার্বিক) মো: ইয়ানুর ইসলাম, অতিরিক্ত ডিসি (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহিদুর রহমান পিপিএমসহ বিভিন্ন দপ্তরের উচ্ছ পদস্থ কর্মকর্তা, গণমাধ্যমকর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বিডি খবর’র সম্পাদক ও প্রকাশক লিটন দত্ত, সহিদুল ইসলাম শাহী, সাংগঠনিক সম্পাদক আকতার মোল্যা (বাগডাঙ্গা), বুলু দাস, ইমরান হোসেন সেখ, পৈার কমিশনার মাহাবুব রহমান, সাইফুল ইসলাম বাবু, সাজাদ হোসেন তুহিন, প্রমুখ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্যবৃন্দ,ও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।



আপনার মূল্যবান মতামত দিন: