ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বগুড়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ও মাছ আটক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮ ২১:৫৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮ ২১:৫৩

বুধবার বিকেলে বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ও তেকানী চুকাই নগর ইউনিয়নের অন্তর্গত যমুনা নদীতে নৌকা যোগে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে বিশ হাজার মিটার (সাত কেজি) কারেন্টজাল ও দশটি ইলিশ মাছ আটক করা হয়েছে।

আটককৃত জালগুলো চারালকান্দি চরের খেয়াঘাট এলাকায় আগুনে পুড়িয়ে ফেলা হয়। আর মাছগুলো দেয়া হয় পদ্মপাড়া হাফেজিয়া মাদ্রাসায়।

অভিযান পরিচালনা করেন মৎস্য অধিদপ্তরের রাজীশাহী বিভাগীয় উপ-পরিচালক মোঃ রেজাউল ইসলাম,বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা রওশন আরা বেগম,সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলম ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক। এ সময় তাদের সাথে ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল হান্নান,থানার এসআই বাসির ও তার সঙ্গীয় ফোর্স এবং মৎস্য দপ্তরের অফিস সহকারী মোঃ ওসমান গণি।



আপনার মূল্যবান মতামত দিন: