ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বগুড়ার শেরপুরে দোকান শ্রমিক নেতৃবৃন্দের উপর হমালায় আহত ৩, প্রতিবাদে মানব বন্ধন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮ ১৭:১৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮ ১৭:১৪

আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে যৌথ মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দের হামলায় দোকান শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক সহ ৩ জন
আহত হয়েছে।

হামলার প্রতিবাদে গত ২৭ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০টায় বাসট্যান্ড মার্কেটের সামনে বানববন্ধন কর্মসূচী পালন করেছে। উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলন, সংগঠনের সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ গোলাম, সাধারণ সম্পাদক তুষার আহম্মেদ জরিপ, ধর্মীয় সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক মিন্টু ইসলাম, কার্যনির্বাহী সদস্য শ্রী রকি মোহন্তসহ উপজেলার সকল দোকান শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসুচী চলাকালে বক্তারা বলেন, শেরপুর শহরের মার্কেট ব্যবসায়ী মালিকদের হামলায় দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের আহত হবার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তির দাবী জানান। সেই সাথে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে বলে হুশিয়ারী দেন।

জানা যায়, উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক সাপ্তাহিক ছুটির দিন প্রতি শুক্রবার মার্কেটের দোকান বন্ধ রেখে কর্মবিরতি পালন করবে। সিদ্ধান্ত মোতাবেক কয়েক সপ্তাহ থেকে দোকান কর্মচারীরা শুক্রবার সাপ্তাহিক ছুটি কাটায়। কিন্তু কিছু দোকান মালিক শুক্রবার সাপ্তাহিক ছুটির সিদ্ধান্ত না মেনে কর্মচারীর বেতন কর্তন করে। ফলে কিছু কিছু শ্রমিক দোকান খুলতে বাধ্য হয়।

এমত অবস্থায় উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সানি, কার্যনির্বাহী সদস্য শ্রী তন্ময় দাস রাম (২৬ অক্টোবর) শুক্রবার সকালে মার্কেটে কর্মরত দোকান শ্রমিকদের কর্মবিরতির জন্য কথা বলার এক পর্যায়ে যৌথ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নেতৃবৃন্দ দোকান কর্মচারী শ্রমিক
ইউনিয়নের নেতৃবৃন্দদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহিন আলম ব্যাগের দোকান থেকে লাঠি নিয়ে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সানি কে আঘাত করলে তার হাত ভেঙ্গে যায়।

এ সময় দোকান শ্রমিক ইউনিয়নের সভাপতি সহ তিন জন আহত হয়। এ ব্যাপারে মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন- মারধরের ঘটনা পুরোটাই মিথ্যা। শ্রমিকদের সাথে শুক্রবারের ছুটির বিষয় নিয়ে যে সমস্যা ছিল তা আগামী শুক্রবার থানায় বসে মিমাংসা করে দেবে ওসি সাহেব।


এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন- মার্কেটের যে সমস্যা হয়েছে তা নিয়ে দু’পক্ষকে নিয়ে বসে মিমাংসার চেষ্টা করা হবে। তা নাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: