odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

চট্টগ্রামে শিবির কার্যালয়ে বিস্ফোরণ, চলছে পলিশের তল্লাসী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ November ২০১৮ ০১:৪০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ November ২০১৮ ০১:৪০

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর শিবিরের কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর চন্দনপুরা এলাকায় চারতলা একটি ভবনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ভবনটি ঘিরে অভিযান চালায় শতাধিক পুলিশ।

পুলিশ জানায়, মাদক ও অস্ত্র উদ্ধারে সন্ধ্যায় ডিসি রোডের আরইসরা ভবন ঘিরে ফেলে তারা। এসময় শিবিরের কার্যালয় থেকে একাধিক বিস্ফোরণের শব্দ আসে।

পরে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। তল্লাশি চালিয়ে আধা কেজি গান পাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। জব্দ করা হয় চাঁদা আদায়ের রশিদসহ বেশ কিছু নথিপত্র। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন: