ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রিজার্ভের অর্থ চুরি

Admin 1 | প্রকাশিত: ৩০ মার্চ ২০১৭ ১১:১৪

Admin 1
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৭ ১১:১৪

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত হিসাব থেকে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ চুরির ঘটনার সঙ্গে কোনো একটি ‘রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা’ রয়েছে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। গতকাল বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ওই ঘটনার তদন্তের দায়িত্বে থাকা এফবিআইয়ের কর্মকর্তা ল্যামন্ট সিলার এ কথা বলেন। সিলার তাঁর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি। তবে আর্থিক খাতে বিশ্বের সবচেয়ে বড় এই সাইবার অপরাধের ঘটনার নেপথ্যে কোন দেশ ছিল, সে বিষয়টি যুক্তরাষ্ট্র ধরতে পেরেছে বলে তার একটি ইঙ্গিত পাওয়া গেছে সিলারের বক্তব্যে। গতকাল এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
সাইবার নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত এক সভায় অংশ নিয়ে সিলার বলেন, ‘আমরা সবাই বাংলাদেশ ব্যাংকের গচ্ছিত অর্থ চুরির ঘটনা জানি। ব্যাংকিং খাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাইবার হামলার এটি একটি উদাহরণ।’



আপনার মূল্যবান মতামত দিন: