ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
৪৮৫ পরিবারের রোহিঙ্গারা ফেরত যাচ্ছে মিয়ানমার

অবশেষে জন্মভুমিতেই বসবাসের অধিকার পেল রোহিঙ্গারা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮ ০০:০২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮ ০০:০২

ময়মনসিংহ প্রতিনিধি: রোহিঙ্গা সংকট সমাধানে আগামী ১৫ নভেম্বর প্রত্যাবাসনের প্রথম দফায় ৪৮৫ পরিবারের ২ হাজার ২৬০ জন রোহিঙ্গা কক্সবাজারের শিবির থেকে তাদের নিজেদের বসত-ভিটা মিয়ানমারে ফিরে যাবে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১২ নভেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি নিশ্চিত করেছে মিয়ানমার সরকার।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, রোহিঙ্গা সংকট সমাধানের জন্য দুই দেশের মধ্যে গঠিত যৌথ কমিটির সবশেষ বৈঠকে আগামী ১৫ নভেম্বর প্রত্যাবাসনের প্রথম ব্যাচ শুরু করার জন্য নির্দিষ্ট করা হয়। প্রথম ব্যাচে ৪৮৫ পরিবারের ২ হাজার ২৬০ জন রোহিঙ্গা মিয়ানমার ফিরে যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: