ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

নারী সাংবাদিকদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে তথ্য অধিকার আইন প্রয়োগের বিষয়ে - তথ্যমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮ ১৫:৩১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮ ১৫:৩১

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তথ্য অধিকার আইনের প্রয়োগ সংক্রান্ত বিষয়ে নারী সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ পরিচালনার ব্যবস্থা করা হবে।
সফররত যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের ‘গ্লোবাল একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের’ ডিরেক্টর লরা নিউম্যান গতকাল বিকেলে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে তার দপ্তরে সাক্ষাত করতে গেলে এক বৈঠকে তিনি একথা বলেন।
হাসানুল হক ইনু এ সময় বাংলাদেশে তথ্য অধিকার আইনের প্রয়োগ এবং এ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণের নানাদিক তুলে ধরেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সেইসাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন কর্মসূচির আওতায় সকল সরকারি দপ্তরের তথ্য ওয়েবসাইটে সন্নিবেশিত করা হয়েছে।’
লরা নিউম্যান তথ্যের অবাধ প্রবাহের বিষয়ে সরকারের আন্তরিকতার ভূয়সী প্রশংসার পাশাপাশি তথ্য জানার ক্ষেত্রে নারী অধিকার প্রতিষ্ঠায় সরকার সফল হবে বলে আশা প্রকাশ করেন।
বাংলাদেশে কার্টার সেন্টারের চীফ অব পার্টি সুমনা মাহমুদ এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: