odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 27th December 2025, ২৭th December ২০২৫

মৎস্যকন্যা সানি লিওনি!

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ January ২০১৯ ২২:৪৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ January ২০১৯ ২২:৪৩

বিনোদন ডেস্ক

চমকে ওঠার মতোই ব্যাপার, মৎস্যকন্যা হয়ে গেছেন সানি লিওনি! ‘ঝুটা কাহি কা’ ছবির একটি বিশেষ গানে এমন ভূমিকায় দেখা দেবেন তিনি। এর শুটিং হয়েছে থাইল্যান্ডে।

জনপ্রিয় ছড়া ‘মাছলি জল কি রানি হ্যায়’ থিম নিয়ে সাজানো হয়েছে গানটি। এটি তৈরি করেছেন ইও ইও হানি সিং। এর আগে ‘রাগিনি এমএমএস টু’ ছবিতে তার করা ‘চার বোতল ভদকা’ গানে অভিনয় করেন সানি।

প্রথমবার মৎস্যকন্যার চরিত্রে অভিনয় প্রসঙ্গে ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘আমার নতুন রূপ দেখে দর্শকদের প্রতিক্রিয়া কী হয় তা জানতে মুখিয়ে আছি। আমার আশা, গানটির ভিডিও মুক্তি পেলে সবার পছন্দ হবে।’

পাগলামিপূর্ণ কমেডি ধাঁচের ছবি ‘ঝুটা কাহি কা’ পরিচালনা করছেন স্মিপ ক্যাঙ। এটি মুক্তি পাবে আগামী ১৫ মার্চ। এতে অভিনয় করছেন ঋষি কাপুর, জিমি শেরগিল, ‘সনু কে টিটু কি সুইটি’ তারকা সানি সিং, ‘পেয়ার কা পাঞ্চনামা’ তারকা ওমকার কাপুর ও লিলিট দুবে।

এদিকে সম্প্রতি বাংলাদেশের সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের একটি গানের মডেল হয়েছেন সানি লিওনি। ১৭ ডিসেম্বর ‘লাভলি অ্যাক্সিডেন্ট’ নামের এই বিশেষ গানচিত্রটি উন্মুক্ত হয় ইউটিউবে।



আপনার মূল্যবান মতামত দিন: