ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

প্রশংসিত ‘আবাহনে’

Akbar | প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯ ১০:১২

Akbar
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯ ১০:১২

ঢাকা: বর্তমানে গান নিয়ে বেশ সরব জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী। প্লেব্যাক, অডিও-ভিডিও গান, জিঙ্গেল ও ভয়েস ওভারের কাজ নিয়ে চলছে তার চলতি ব্যস্ততা। এরইমধ্যে হৃদয় খানের সঙ্গে ‘যদি একদিন’ ছবিতে তার গাওয়া ‘তুমি যে আমার’ গানটি বেশ প্রশংসিত হচ্ছে। এস এ হক অলীকের কথায় এর সুর ও সংগীতায়োজনও করেছেন হৃদয়। এর বাইরে হৃদয়ের সঙ্গে একটি দ্বৈত গানের ভিডিও প্রকাশ হয়েছে পড়শীর। তবে এটি বাংলা নয় ইংরেজি গান। ‘হার্ট উইল গো অন’ শীর্ষক এ গানটিতে তাদের পারফরমেন্সও প্রশংসিত হয়েছে। তবে সব থেকে যে গানটি দিয়ে সাম্প্রতিক সময়ে পড়শী প্রশংসিত হচ্ছেন সেটা হলো ‘আবাহন’।

এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ। এই প্রথম পড়শী গাইলেন হাবিবের সুরে। গানটির মিউজিক ভিডিওতেও রয়েছে হাবিব ও পড়শীর উপস্থিতি। সব মিলিয়ে বছরের প্রথম ভাগেই খুব ব্যস্ততায় কাটছে পড়শীর। বেশ বড় কিছু কাজও করেছেন এ তারকা। শুধু তাই নয়, সম্প্রতি অদিতের সুর ও সংগীতে ‘বঙ্গমাতা ওমেনস ফুটবল লীগ’-এর থিম সং গেয়েছেন তিনি। এ গানটি আরো গেয়েছেন মমতাজ, এলিটা করিম, দোলা ও সাবিয়া। এদিকে এর বাইরে পড়শী জিঙ্গেল ও ভয়েস ওভারের কাজও করছেন নিয়মিত। তাছাড়া আরো বেশ কিছু গানের পরিকল্পনা করছেন এ শিল্পী। তিনি বলেন, আমি চেষ্টা করছি কোয়ালিটি ঠিক রেখে কাজ করতে। তাই বেছে বেছেই কাজ করছি গানের। বেশ কিছু ভালো গান চলতি বছরের প্রথম ভাগেই করার সৌভাগ্য হয়েছে। সব মিলিয়ে আমি বেশ হ্যাপি। সামনে আরো কিছু ভালো গান করার পরিকল্পনা রয়েছে। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।



আপনার মূল্যবান মতামত দিন: