odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 29th October 2025, ২৯th October ২০২৫

ডক্টরেট সম্মান পেলেন কিং খান

Akbar | প্রকাশিত: ৫ April ২০১৯ ১৪:২১

Akbar
প্রকাশিত: ৫ April ২০১৯ ১৪:২১

বিনোদন: বেডফোর্ডশায়ার এবং এডিনবারগ বিশ্ববিদ্যালয় থেকে দুটি সম্মানসূচক ডক্টরেট ইতোমধ্যেই রয়েছে কিং খানের ঝুলিতে। আবারো শাহরুখের মুকুটে যুক্ত হল নয়া পালক।

লন্ডনের ইউনিভার্সিটি অব ল থেকে ডক্টরেট পেলেন কিং খান।

বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ডক্টরেট সম্মানে ভূষিত হন কিং অব রোম্যান্স। ফিল্যানথ্রফি বিষয়ে সম্মান পেলেন তিনি।

এর আগে বেডফোর্ডশায়ার এবং এডিনবারগ বিশ্ববিদ্যালয় থেকে দুটি সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন শাহরুখ খান। ৩৫০-এর বেশি ছাত্র-ছাত্রীদের জন্য স্নাতক অনুষ্ঠানের সময় এই অভিনেতা মেধা লাভ করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: