odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 29th October 2025, ২৯th October ২০২৫

করণ- বিপাশা একসঙ্গে আসছে 'আদালত' এ

Akbar | প্রকাশিত: ১৯ April ২০১৯ ১২:৪৫

Akbar
প্রকাশিত: ১৯ April ২০১৯ ১২:৪৫

বিনোদন,১৯এপ্রিল(অধিকারপত্র): বিয়ের পর থেকে এখন পর্যন্ত তেমনভাবে আর অভিনয়ে দেখা যায়নি বিপাশা বসুকে। মাঝখানে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আপাতত তিনি সুখেই বিবাহিত জীবন কাটাচ্ছেন করণ সিং ‌গ্রোভারের সঙ্গে। করণ স্বামী বা স্ত্রীর মধ্যে ভেদাভেদে বিশ্বাস করে না। সে জন্য তিনি নিজেকে ভাগ্যবতী মনে করেন।’

ভারতীয় সংবাদসংস্থা আইএএনএস-কে বিপাশা বলেন, ‘প্রায় চার বছর হলো একসঙ্গে রয়েছি। বিয়ের পরে আরও তিন বছর পেরিয়ে গেছে। আমার মনে হয় আপনার পার্টনার যদি আপনার প্রিয় বন্ধু হয় সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটা দিন নিজেদের সঙ্গে নিজেরা যথেষ্ট সংযুক্ত থাকি। আমরা একসঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসি।’

বিপাশা বলেন, ‘করণের মতো একজন স্বামী পেয়ে আমি ভাগ্যবান। কারণ ও আমাকে সব কাজে সাহায্য করে। দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করবেন দম্পতি। তাদের সিনেমার নাম ‘আদত’।

কেন এই সিনেমাটি বেছে নিলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বিপাশা বলেন, আমি বেশ অনেক দিনই সুপার ন্যাচারাল সিনেমা করেছি। আর তাই আমি চেয়েছিলাম এখনই আর কোনও সুপার ন্যাচারাল সিনেমা করবো না। সেই কারণে আমি ‘আদত' সিনেমাটি বেছে নিলাম। কারণ এটি একটি থ্রিলার সিনেমা। অথচ একটি রোমান্টিক গল্পও রয়েছে।

বিপাশা আরো বলেন, ‘তিনি নিজেই একটি স্টিরিওটাইপ হয়ে যাওয়া ইমেজকে ভাঙতে চান। একজন অভিনেতা হিসেবে সিনেমা পাওয়ার পরেও তাকে প্রত্যাখ্যান করা খুবই কঠিন। কিন্তু একটা ভালো গল্প কখনোই ছাড়া যায় না।’

২০১৫ সালে করণের সঙ্গে ডেট করা শুরু করেন তিনি। এরপর ২০১৬ সালের ৩০ এপ্রিল তাদের বিয়ে হয়। সূত্র: এনডিটিভি।

 



আপনার মূল্যবান মতামত দিন: