odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫
মায়ের নামডাক হতেই পয়সার লোভে মায়ের কাছে ছুটে এলো মেয়ে

রানু মন্ডলের ছায়াসঙ্গী হয়ে আছেন মেয়ে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ August ২০১৯ ০৫:১০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ August ২০১৯ ০৫:১০


 সারা দেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন রানু মন্ডল। স্টেশনে একসময় গান গেয়ে খাবার, টাকা জোগাড় করতেন তিনি। কিন্তু একটি ভিডিও বদলে দিয়েছে তার জীবন। এখন তিনি রাতারাতি বলিউডে গান গাওয়ার সুযোগ পেয়েছেন এবং তার সাথে পুজোর থিম সং ও গাইছেন।

রানু মন্ডলের জীবন এভাবে বদলে যাওয়ার পরই তার মেয়ে চলে এসেছে তার কাছে। মায়ের দেখাশোনা করা থেকে শুরু করে সবসময় মায়ের ছায়াসঙ্গী হয়ে আছেন মেয়ে। কিন্তু মেয়ে এতদিন কোথায় ছিল? এই প্রশ্ন তুলেছেন প্রতিবেশীরা।

যদিও এই প্রশ্ন তোলার পক্ষে যথেষ্ট কারণ আছে। প্রতিবেশীদের কথায়, এতদিন মায়ের কোনো খোঁজই রাখেনি মেয়ে। শুধু মাসির হাত দিয়ে কিছু টাকা পাঠানো ছাড়া আর কোনো কর্তব্যই করেনি সে। রানু মন্ডলের শরীর খারাপ থেকে টুকিটাকি দরকার সমস্তটাই দেখে এসেছে প্রতিবেশীরা তাদের সাধ্যমতো। এখন হঠাৎই মেয়ে এসে মায়ের প্রতি ভালোবাসা দেখানোয় সেটাকে ঠিক সুবিধার চোখে দেখছেন না তারা।

জুম বাংলা



আপনার মূল্যবান মতামত দিন: