বুধবার রাতে যেন সেই নাটকের আকর্ষক এক মুহূর্ত তৈরি হল। রাত ১০টা নাগাদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপের সল্টলেকের বাড়িতে যান দেবশ্রী। রায়দিঘির তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী দেবশ্রী পৌঁছনোর মিনিট চল্লিশ পর দিলীপ বাড়ি ফেরেন। ততক্ষণে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সেখানে পৌঁছে যান। তাই ফোনেই কথা হয় তাঁদের।
শুধু তাই নয়, বিজেপির বঙ্গ নেতাদের বিরুদ্ধেও অরবিন্দ মেননের কাছে একাধিক অভিযোগ করেছেন শোভন চট্টোপাধ্যায়। এমনকী সম্প্রতি বিজেপির রাজ্যস্তরের বৈঠকেও যোগ দেননি তিনি। তাতে ক্ষুব্ধ বিজেপির রাজ্য নেতৃত্বও। গোটা পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে দুই নারী আর শোভন চট্টোপাধ্যায় নিয়ে জেরবার হচ্ছে গেরুয়া শিবিরও।
আপনার মূল্যবান মতামত দিন: