ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

অভিনেত্রী জেরিন খানকে পরিচালনের কু প্রস্তাব

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫৪

বলিউডে কাস্টিং কাউচের অভিযোগ বহু পুরনো। নতুন মুখ থেকে নামী অভিনেত্রী, অনেকেই অনৈতিক প্রস্তাবের মাধ্যমে কাজের সুযোগের প্রস্তাব পেয়েছেন। এই ভুক্তভোগী অভিনেত্রীরা অনেক সময়ই মুখ খুলেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন।

মুখ খুলেছেন তনুশ্রী দত্ত, রাধিকা আপ্তে, কাল্কি থেকে তিসকা চোপড়া। এবার ফিল্ম ইন্ডাস্ট্রির অন্ধকার দিকে আলো ফেললেন জেরিন খান। একটি সাক্ষাৎকার দেয়ার সময় তিনি একটি বাজে অভিজ্ঞতার কথা জানান।

এক পরিচালক তখন জেরিন খানকে বলেছিলেন, তোমাকে ক্যামেরার সামনের জড়তা কাটাতে হবে। অনেক রিহার্সাল করতে হবে। জেরিন বলেন, তখন আমি ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন। একটি কাজ নিয়ে কথা চলছিল।
পরিচালক বললেন, একটি ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। চলো আমরা একটি হোটেল রুমে সময় কাটাই। সেই দৃশ্যগুলো রিহার্সাল করে দেখি। যদিও বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছিলেন জেরিন। বলেছিলেন, কী? আমি কোনও ঘনিষ্ঠ দৃশ্যের রিহার্সেল করতে পারব না।

জেলিন আরও বলেন, ইন্ডাস্ট্রির এক ব্যক্তি তাকে বন্ধুর বাইরে আরও বেশি কিছু হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। বিনিময়ে কাজ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: