মনামী ঘোষ বেড়াতে ভালবাসেন তিনি৷ কাজের ফাঁকেফাঁকেই তিনি বেড়িয়ে পড়েন বিভিন্ন জায়গায়৷ কখনও দেশে বা কখনও বিদেশে৷ কিন্তু ছুটি মানেই তার কাছে কলকাতার বাইরে বেড়িয়ে পড়া৷ এবার পুজোতেও অন্যথা হল না৷ অষ্টমী কাটিয়েই তিনি ছাড়লেন কলকাতা৷ পৌঁছে গেলেন ভিয়েতনাম৷ সেখানেই সাপা শহর থেকে একের পর এক ছবি পোস্ট করলেন তিনি৷
সেখানেই এক গুনমুগ্ধ ভক্ত মনামীকে প্রশংসা করে লিখেছেন যে মনামী ভীষণ হট!কখনও হোটেলের স্যুইপিং পুলের পাশে মোনোকিনিতে রদ্দুর-স্নান তো কখনও সেখানে ছোটদের কাছে টেনে নিলেন তিনি৷ খুবই সুন্দর সেজে একের পর এক পোস্টে সরগরম তাঁর ইনস্টাগ্রাম৷ স্থানীয় খাবারও চেখে দেখলেন নায়িকা৷ এভাবে নতুন শহরে বেড়াতে গিয়ে রিল্যাক্স করতে দেখা গেল ব্যস্ত অভিনেত্রী৷
আপনার মূল্যবান মতামত দিন: