ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আমার শরীরে ‘এক বিরাট তারকার অসভ্য হাত খেলা করল !’

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯ ০৮:০৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯ ০৮:০৮

  •  
‘এক বিরাট তারকার অসভ্য হাত খেলা করল আমার শরীরে!’

হলিউড অভিনেত্রীর মুখে ফের একবার কর্মক্ষেত্রে যৌন হেনস্থার কথা প্রকাশ্যে এল। অস্কারের জন্য মনোনীত অভিনেত্রী নাওমি হ্যারিসের দাবি, একবার অডিশন দিতে গিয়ে এক বড় মাপের তারকা তাঁর শরীরে ও গোপনাঙ্গে অশ্লীল ভাবে ছুঁয়েছিল।

তিনি সেই সময় ২০ বছরের এক যুবতী ছিলেন যখন এই ঘটনা ঘটে।

তাঁর কথায়, ‘আমি অডিশন দিতে গিয়েছিলাম। ও আমার স্কার্টের ভিতর হাত দিয়েছিল। অদ্ভুত ব্যাপার হল, সেখানে পরিচালক, কাস্টিং ডিরেক্টর সবাই উপস্থিত ছিলেন। কিন্তু কেউ কিচ্ছুই বলেননি। কারণ ওই ব্যক্তি এতটাই বড় মাপের একজন তারকা। ’

সেই দিনের সেই নোংরা অভিজ্ঞতার কথা তিনি আজও ভুলতে পারেননি। এখন ৪৩ বছর বয়সে এসে দাঁড়িয়েও সেই দিনটা তাঁকে নাড়া দেয়। এতদিন পর সেকথা জানিয়ে মুখ খুললেন বিখ্যাত অভিনেত্রী নাওমি হ্যারিস।

অস্কার নমিনেশন পাওয়া অভিনেত্রী নাওমি বলেই নয়, এখন কিন্তু একের পর এক অভিনেত্রী মুখ খুলছেন। গ্ল্যামার দুনিয়ায় পা দিতে গিয়ে বা পা দেওয়ার পর তাঁদের বিভিন্ন সময়ে কীভাবে পুরুষের লালসার শিকার হতে হয়েছে সেসব অভিজ্ঞতা খোলাখুলি জানাচ্ছেন তাঁরা। অনেকে অভিযুক্তদের নাম প্রকাশ্যে আনছেন। কেউ নাম গোপন রেখে অভিজ্ঞতাটা শেয়ার করছেন।

বলিউডেও এমন অসংখ্য উদাহরণ রয়েছে। তা নিয়ে সম্প্রতি মুখ খোলেন এক সময়ের বলিউড সুন্দরী তনুশ্রী দত্ত। তারপর তাঁর হাত ধরে একের পর এক অভিনেত্রী মুখ খুলতে থাকেন। সাহস পান মুখ খোলার।

অভিনেত্রী বলেই নয়, যাঁরা ক্যামেরার পিছনে থাকেন তাঁদেরও নানা সময়ে গ্ল্যামার দুনিয়ার পুরুষদের লালসা সহ্য করতে হয়েছে। সেসব অভিজ্ঞতার কথাও প্রকাশ্যে আনছেন তাঁরা। কাজ হারাতে পারেন এমন সম্ভাবনার কথা মাথায় রেখেও অনেক প্রভাবশালী ব্যক্তিত্বের নাম সামনে আনছেন গ্ল্যামার দুনিয়ার নারীরা।



আপনার মূল্যবান মতামত দিন: