odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

পরিবেশ ঠিক করা দরকার সিনেমা হলগুলোর

odhikar patra | প্রকাশিত: ১২ November ২০১৯ ১২:৫৭

odhikar patra
প্রকাশিত: ১২ November ২০১৯ ১২:৫৭

চিত্রনায়িকা পপি চলচ্চিত্রের বর্তমান অবস্থা ও কাজের ব্যস্ততা সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমাদের চলচ্চিত্রের প্রোডাকশন আগের তুলনায় কমে গেছে। সেই সঙ্গে সিনেমা হলগুলোর সংস্কার দরকার। ঢাকার বাইরে বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে যাওয়ার সুবাদে দেখেছি যে, সিনেমা হলগুলোর অবস্থা ঠিক নেই। দেখা গেছে, ৫০-৬০ বছরের পুরনো সিনেমা হলের বসার আসন ঠিক নেই, এমনকি বছরের পর বছর কেটে গেলেও রং পর্যন্ত করা হয়নি। আমার চাওয়া থাকবে, বর্তমানে সিনেপ্লেক্স নির্মাণ হচ্ছে আমাদের দেশে। যারা পুরনো সিনেমা হল মালিক আছেন তাদের অনুরোধ করবা হলগুলো একটু সংস্কার করুন। যাতে দর্শক শান্তিতে সিনেমা দেখতে পারেন। হলে বসার আসন ও পরিবেশ ঠিক করা খুব জরুরি। পপি আরো বলেন, বর্তমান প্রজন্ম বলিউড, হলিউডের সিনেমা দেখছে। আমাদের দেশে সিনেমাপ্রেমীর সংখ্যা অনেক। তাদেরকে শুধু ভালো মানের সিনেমা দিলে হবে না, সেই সঙ্গে সিনেমা হলে বসে সিনেমাটি দেখার জন্য ভালো পরিবেশও নিশ্চিত করতে হবে। ভাল পরিবেশের কারণে সিনেপ্লেক্সগুলো জনপ্রিয়তা পাচ্ছে। এদিকে পপি সাদেক সিদ্দিকীর সাহসী যোদ্ধা নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন। এছাড়া কাজী আমিনুল ইসলামের সেভ লাইফ, আরিফুর জামান আরিফ পরিচালিত কাঠগড়ায় শরৎচন্দ্র সিনেমার কাজ করছেন। রকিবুল আলম রকিবের ইয়েস ম্যাডাম নামে নতুন একটি সিনেমায়ও কাজ করবেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: