odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

সিমলা বিয়ে করে সেঞ্চুরি করবো

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ November ২০১৯ ০৩:১৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ November ২০১৯ ০৩:১৩

 

আমি বিয়ে করে সেঞ্চুরি করবো : সিমলা

 

‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সিমলা সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের ‘৩০০ সেকেন্ড’ নামের একটি অনুষ্ঠানে মজার ছলে এ মন্তব্য করেন।

উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সিমলাকে প্রশ্ন করেন, আপনি বিয়ে করেছেন কয়টা? জবাবে সিমলা বলেন, মোটামুটি ৩০-৩৫টি।

জয় বলেন, বুঝলাম, দুষ্টুমি করে বলেছেন। কিন্তু ভবিষ্যতে দুষ্টুমি করে আর কয়টা বিয়ে করবেন? উত্তরে সিমলা বলেন, সেঞ্চুরি করতে চাই। যুবরাজ সিং সবসময় ক্রিকেট খেলে সেঞ্চুরি করেছেন। আমি বিয়ে করে সেঞ্চুরি করবো।

জয় বলেন, সামাল দিতে পারবেন? জবাবে শিমলা বলেন, ইনশাল্লাহ।

অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংকে নিজের ভালো বন্ধু বলে দাবি করেন সিমলা। যুবরাজ সিংয়ের সঙ্গে ছবি তুলে সেটি বিলি করার বিষয়টিও তিনি স্বীকার করে নেন।

অনুষ্ঠানে জয় প্রশ্ন করেন, আপনি এখন মুম্বাইতে থাকেন। অনেক ব্যয়বহুল একটি শহর। সেখানে সারভাইভ করছেন কিভাবে?

জবাবে সিমলা বলেন, আমি এখানে (বাংলাদেশে) কাজ করে যে টাকা উপার্জন করেছি সেটা দিয়েই সেখানে থাকি।



আপনার মূল্যবান মতামত দিন: