odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

করোনায় আরো সংকুচিত চট্টগ্রামের আকাশপথ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ March ২০২০ ০৩:৪৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ March ২০২০ ০৩:৪৮

 

চট্টগ্রাম, ২০ মার্চ ২০২০  : করোনাভাইরাসের কারণে চট্টগ্রামের আকাশপথ আরো সংকুচিত হয়ে এসেছে। শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল একেবারেই কমে গেছে। তবে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারওয়ার-ই-জামান আজ দুপুরে  জানান, শুক্রবার সকাল ১০ টায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট শাহ আমানতে অবতরণ করে এবং ১১ টায় চট্টগ্রাম ছেড়ে যায়। চট্টগ্রাম থেকে কলকাতা, চেন্নাই ও মধ্যপ্রাচ্যের ৭টিসহ মোট ৯টি গন্তব্যে ফ্লাইট ছিল। এর মধ্যে শুধুমাত্র দুবাই-এর ফ্লাইটটি এসেছে এবং নির্ধারিত সময়ে চট্টগ্রাম ছেড়ে গেছে। রাত ৮ টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট আসার কথা রয়েছে। বিকেল ৪ টায় সেটি আকাশে উড্ডয়নের পর আমরা জানতে পারবো ফ্লাইটটি চট্টগ্রাম আসছে কি-না।
তিনি বলেন, চট্টগ্রাম বিমানবন্দরে যেসব বিমান চলাচল করে করোনার প্রভাবে তার মধ্যে ফ্লাই দুবাই ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত তাদের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে। সালাম এয়ার ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার বিষয়টি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে। বিমান বাংলাদেশ ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত তাদের সকল ফ্লাইট বাতিল করেছে। ইউএস বাংলা ১৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত তাদের বিমান চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছে। রিজেন্ট এয়ারওয়েজ ১৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ফ্লাইট বন্ধ রেখেছে। ইতিহাদ পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত তাদের সকল ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। তবে এয়ার এরাবিয়া তাদের ফ্লাইটের শিডিউল দিয়ে রেখেছে। তারা আগের দিন প্রতিটি ফ্লাইটের বিষয়ে চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষকে জানাবে বলে বলেছে। ভারতের কলকাতা ও চেন্নাই রুটে বিমান চলাচল স্থগিত করা হয়েছে।
তিনি আরো বলেন, তবে অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইটগুলো যথারীতি চলাচল করছে। তবে প্রত্যেক ফ্লাইটেই যাত্রী অন্য সময়ের তুলনায় কম।



আপনার মূল্যবান মতামত দিন: