প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫২
পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলিতে নিহত ব্যক্তির বিস্তারিত নাম-পরিচয় জানা গেছে। নিহত ব্যক্তির নাম তারিক সাঈফ মামুন (৫০)। তিনি রাজধানীর এক সময়ের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন।
জানা গেছে, চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি ছিলেন নিহত মামুন।
এর আগে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তাকে লক্ষ্য করে একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি চালায়। ওই ঘটনায় মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল গুলিবিদ্ধ হয়ে মারা যান। তখন পুলিশ জানিয়েছিল, কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমন–এর লোকজন মামুনকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল।
পুলিশ সূত্রে জানা যায়, মামুন ও ইমন একসময় ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকার আতঙ্ক ছিলেন। তাদের নেতৃত্বে গড়ে ওঠা বাহিনীর নাম ছিল ‘ইমন–মামুন বাহিনী’।
ঘটনার দিন: সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে
ঘটনাস্থল: ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে
নিহত: তারিক সাঈফ মামুন
বাড়ি: লক্ষ্মীপুর
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ নিহত ব্যক্তির কাছ থেকে পরিচয়পত্র উদ্ধার করেছে।
নিহতের স্ত্রী বিলকিস আক্তার গণমাধ্যমকে বলেন, “আজ সকালে আদালতে হাজিরা দিতে তিনি বাসা থেকে বের হন। আমরা ধারণা করছি, ইমন গ্রুপের লোকজনই এই হত্যার সঙ্গে জড়িত।”
এ বিষয়ে ডিএমপি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বলেন,
“নিহত ব্যক্তি ইমন গ্রুপের শীর্ষ সন্ত্রাসী মামুন। ২০২৩ সালেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আমরা ঘটনার তদন্ত করছি এবং দ্রুত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।”

আপনার মূল্যবান মতামত দিন: