ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বংশালে গ্যাস বিস্ফোরণ : একই পরিবারের ৪ জন দগ্ধ

odhikarpatra | প্রকাশিত: ২৬ জুন ২০২২ ০৭:১৬

odhikarpatra
প্রকাশিত: ২৬ জুন ২০২২ ০৭:১৬

রাজধানীর বংশালের আগাঁ সাদেক এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে 

বিস্ফোরণে আগুন লেগে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। এ বিস্ফোরণের ঘটনায় ৩টি দেয়াল আংশিক ধসে পড়েছে।
শনিবার ভোর পৌণে ৫টার দিকে রাজধানীর বংশাল থানা ৫৬, আগাঁ সাদেক  রোড পাকিস্তান মাঠের পাশে একটি বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মো. ইসরাফিল (৬২), তার স্ত্রী সালমা বেগম (৫০), মেয়ে শাহজাদী আক্তার (২২) ও ইমরান হোসেন (৩১)। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমরান একটি  দোকানে কাজ করেন। আর শাহজাদী শিক্ষার্থী বলে জানা যায়।
 শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, শনিবার ভোরে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে ইসরাফিলের শরীরের ৩৭ শতাংশ, সালমার ৪৯, ইমরানের ২০ ও শাহজাদীর ৩৮ শতাংশ দগ্ধ হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং কাজ শুরু করে। এরপর তাদের সাথে আরও ৩টি ইউনিট যুক্ত হয়। 



আপনার মূল্যবান মতামত দিন: