odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫
ডিজিটাল নিরাপত্তা আইনে

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৩০ March ২০২৩ ১০:১২

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৩০ March ২০২৩ ১০:১২

মো.আহসানুল ইসলাম আমিন,প্রধান প্রতিবেদক:

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এ ছাড়া আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতনামা ব্যক্তিরাও রয়েছেন। 

বুধবার (২৯ মার্চ) রাত ১১টার দিকে রাজধানীর রমনা থানায় আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এই মামলার ব্যাপারে আজ গভীর রাত পর্যন্ত রমনা থানার পুলিশ কর্মকর্তারা কোন তথ্য জানাতে পারেননি। তবে দায়িত্বশীল একজন পুলিশ কর্মকর্তা জানান, অ্যাডভোকেট আব্দুল মালেক মশিউর (৬১) এই মামলার বাদী। তার স্থায়ী ঠিকানা বরগুনার বেগাতি থানা এবং বর্তমান ঠিকানা গুলশানে বলে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী আবদুল মালেকের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘মামলাটার আমি এজাহার দায়ের করেছি, হয়েছে (মামলা) কি না, জানি না। হয়েছে কি না, ওরা (পুলিশ) যোগাযোগ করেছে কোথায় কোথায়, পুলিশের ব্যাপার তো, বোঝেন না।’ 

রমনা থানার পরিদর্শক (নিরস্ত্র) আবু আনসারকে এ মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। 

মামলায় বলা হয়েছে, বাদির লিখিত অভিযোগের ভিত্তিতে এ মামলা করা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ এর (২), ৩১, ৩৫ আনা অভিযোগে বলা হয়েছে, আসামিরা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুন্ন করে এবং বিভ্রান্তি ছড়াতে মিথ্যা তথ্য প্রচার করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: