odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

কৃষককে দক্ষ করে বিদেশ পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার : প্রবাসী কল্যাণ মন্ত্রী

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১২ June ২০২৩ ০৫:২৯

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১২ June ২০২৩ ০৫:২৯

নিজস্ব প্রতিনিধ:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, কৃষককে দক্ষ করে বিদেশ পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার।  বিদেশ  যেতে আগ্রহী যে কৃষক যে কাজে পারদর্শী তাকে সেই বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সরকারি সনদপত্র  দেওয়া হবে। কারণ বিদেশে দক্ষ জনবল ছাড়া অদক্ষ জনবল পাঠিয়ে কোনো লাভ  নেই।    

আজ রবিবার নওগাঁর রাণীনগর উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কের্দের (টিটিসি) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইমরান আহমদ আরো বলেন, বিদেশে দক্ষ জনবল পাঠানোর লক্ষ্যে সরকার সারাদেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করছে, যাতে বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তি খুব সহজেই বাড়ির কাছে কারিগরি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হিসেবে বিদেশ গমন করতে পারেন।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।



আপনার মূল্যবান মতামত দিন: