odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

ইরানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি হটলাইন চালু

odhikarpatra | প্রকাশিত: ১৬ June ২০২৫ ২১:৫১

odhikarpatra
প্রকাশিত: ১৬ June ২০২৫ ২১:৫১

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও দেশে অবস্থানরত তাদের পরিবারের সদস্যদের জরুরি যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার জরুরি হটলাইন সেবা চালু করেছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেহরানে বাংলাদেশ দূতাবাস এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ে এ হটলাইন নম্বর চালু করা হয়েছে, যাতে প্রয়োজনে বাংলাদেশিদের দ্রুত সহায়তা করা যায়।

ইরানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী এবং তাদের স্বজনদের যেকোনো জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপসহ সরাসরি ফোনের মাধ্যমে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে:

বাংলাদেশ দূতাবাস, তেহরান:
+৯৮৯৩০৮৭৭৩৭৬৮
+৯৮৯১২২০৫৫৪৫৫

পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা:
+৮৮০১৭১২০১২৮৪৭

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট এবং কূটনৈতিক ও কনস্যুলার সহায়তা অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: