odhikarpatra@gmail.com ঢাকা | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

র‌্যাবের বাবুবাজার অভিযান: নকল ওষুধে ৪.১ লক্ষ টাকা জরিমানা

odhikarpatra | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৭

odhikarpatra
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৭

নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম

ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫:

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজধানীর বাবুবাজার ও মিটফোর্ড এলাকায় নকল ও ভেজাল ওষুধ বিক্রির দায়ে আট ব্যবসায়ীর কাছ থেকে ৪ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ ও ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান এর নেতৃত্বে এবং র‌্যাব-১০ এর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

জরিমানাপ্রাপ্তদের তালিকা

ভ্রাম্যমাণ আদালত কোতয়ালী থানাধীন বাবুবাজার এলাকায় নকল ও ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে নিম্নলিখিত আটজনকে দোষী সাব্যস্ত করে মোট ৪,১০,০০০ টাকা জরিমানা করে—

 

  • মো: আলী হোসেন – ৩০,০০০ টাকা
  • রাশেদুল হাসান (২৯) – ২০,০০০ টাকা
  • সাজিদুর রহমান – ১০,০০০ টাকা
  • মো: শাহজাহান – ৫০,০০০ টাকা
  • সুব্রত সরকার – ৫০,০০০ টাকা
  • মো: আশিক – ১,০০,০০০ টাকা
  • মো: আশফাক – ১,০০,০০০ টাকা
  • নাঈম – ৫০,০০০ টাকা

 

বিপুল পরিমাণ নকল ওষুধ ধ্বংস

 

অভিযানে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ জব্দ করে তা ধ্বংস করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান বলেন,

“জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের এ ধরনের অভিযান নিয়মিত চলবে। নকল ওষুধ উৎপাদন বা বিক্রির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

সতর্কবার্তা

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীন ওষুধ বিক্রি করে আসছিল। র‌্যাব জনসাধারণকে সতর্ক করে জানিয়েছে, কোনো সন্দেহজনক ওষুধ দেখতে পেলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: