odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

ডিআরইউতে ভিসা প্রসেসিং হেল্প সেন্টার চালু, সাংবাদিকদের জন্য সহজ সেবা

odhikarpatra | প্রকাশিত: ২৪ September ২০২৫ ০২:২১

odhikarpatra
প্রকাশিত: ২৪ September ২০২৫ ০২:২১

অধিকার পত্র ডটকম

নিউজ রিপোর্ট:

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের ভিসা সংক্রান্ত কার্যক্রম সহজ ও নিরাপদ করতে চালু করেছে নিজস্ব ভিসা প্রসেসিং হেল্প সেন্টার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডিআরইউ ভবনের দ্বিতীয় তলায় নতুন এ সেন্টারের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার। এ সময় তিনি বলেন, "বাংলাদেশে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে আরও উদ্যোগ নেওয়া জরুরি। ভবিষ্যতে একটি বিশ্বমানের প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন, যাতে সাংবাদিকরা প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। তিনি বলেন, "ভিসা প্রক্রিয়ায় জটিলতা ও প্রতারণা এড়াতে এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় সামান্য ভুলের কারণে সাংবাদিকদের ভিসা বাতিল হয়, ফলে তারা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে পারেন না। এই সেন্টার সেই সমস্যার সমাধান করবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
ডিআরইউ জানায়, সদস্যরা এই সেন্টারের মাধ্যমে ট্রাভেল ডাইভার্সিটি নামের একটি প্রতিষ্ঠানের সহায়তায় ভিসা প্রসেসিং সেবা পাবেন।



আপনার মূল্যবান মতামত দিন: