odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th November 2025, ১১th November ২০২৫
রাত ১টার আতঙ্ক! যাত্রাবাড়ীতে ‘রাইদা’ বাসে আগুন— মুহূর্তেই ছাই, দুর্বৃত্তদের ছায়া দেখছে পুলিশ!”

রাজধানীর প্রবেশ পথে বাসে আগুন

odhikarpatra | প্রকাশিত: ১১ November ২০২৫ ০৫:০৬

odhikarpatra
প্রকাশিত: ১১ November ২০২৫ ০৫:০৬

ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ীতে গভীর রাতে রাইদা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

মূল তথ্য/দাবিসমূহ
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকার সড়কে হঠাৎ করে রাইদা পরিবহনের একটি বাসে আগুন জ্বলে ওঠে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাসটিতে আগুন দিয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বাসের সম্পূর্ণ ভেতর অংশ পুড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, “রাত ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসের ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে।”

যাত্রাবাড়ী থানার ওসি জানান, “প্রাথমিকভাবে মনে হচ্ছে দুর্বৃত্তরা এ ঘটনায় জড়িত থাকতে পারে। তদন্ত চলছে এবং দায়ীদের শনাক্তে কাজ করছে পুলিশ।”

রাইদা পরিবহনের এক কর্মকর্তা বলেন, “বাসটি রাতে গ্যারেজে পার্ক করা ছিল। কিভাবে আগুন লাগল, তা আমরা নিজেরাও বুঝতে পারছি না। ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।”

 

ঢাকার যাত্রাবাড়ীতে গভীর রাতে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কেউ হতাহত না হলেও বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।


 



আপনার মূল্যবান মতামত দিন: